কেউ প্রকাশ্যে ইন্ডিয়া নিয়ে মুখ না খুললেও জোটের ভবিষ্যত নিয়ে চর্চা চলছিল বেশ কিছু দিনধরেই। এরই মধ্যে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তাঁর স্ট্র্যাটেজি। বাংলায় একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মমতার এই সিদ্ধান্তের পরেই তৃণমূলের মন ভোলাতে সচেষ্ট কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রীকে ছাড়া জোটের কথা ভাবাই যায় না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োাপাধ্যায়ের বাংলায় একলা লড়াইয়ের বার্তা দেওয়া পর এমনই প্রতিক্রিয়া হাত শিবিরের। কংগ্রেসেরে মতে, ‘ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ভাবাই যায় না।’ তৃণমূলকে বিরোধী জোটের একটি ‘শক্তিশালী স্তম্ভ’ বলে উল্লেখ করেছে তারা।
সাংবাদিক বৈঠকে বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘জোটের মতোই বাংলায় লড়াই করবে ইন্ডিয়া জোট। আশা করি ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা ফলপ্রসু হবে।’ জয়রামের সংযোজন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা বিজেপিকে হারাব। বিজেপিকে হারানোর জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত তাও জানিয়েছেন মমতা। রাহুল গান্ধীও স্পষ্ট করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ইন্ডিয়া জোটের শক্ত স্তম্ভ। মমতাকে ছাড়া ইন্ডিয়া জোটের কথা ভাবাই যায় না।’ জয়রাম রমেশের কথায়, ‘জোটের মতোই পশ্চিমবঙ্গ লড়বে ইন্ডিয়া জোট। কংগ্রেস প্রেসিডেন্টও একাধিকবার ইন্ডিয়া জোটের শরিক দলদের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণের আর্জি জানিয়েছেন।