এখনও পুরোপুরি স্তিমিত হয়নি জাতিহিংসার আগুন। এর মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠল বিজেপিশাসিত মণিপুর। সহকর্মীদের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে নিজেকেই গুলিতে আহত করলেন এক জওয়ান। মণিপুরে অসম রাইফেলসের সেই জওয়ান তাঁর ছয় সহকর্মীকে গুলি করেন। এরপর নিজেকেও গুলিবিদ্ধ করেন তিনি। আহতদের সকলকে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা সকলেই বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
এদিন দক্ষিণ মণিপুরের সাজিক তামপাক এলাকায় সেনা ক্যাম্পে সহকর্মীদের উপরে গুলি চালায় ওই জওয়ান। তারপর নিজেকেও গুলি করেন তিনি। মণিপুর পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “মণিপুরে হওয়া অশান্তির আবহে সঠিক তথ্য পরিবেশন হওয়া অত্যন্ত জরুরি। কোনও গুজবে বিশ্বাস করবেন না। এই দুঃখজনক ঘটনার সঙ্গে মণিপুরের অশান্তির কোনও সম্পর্ক নেই। আহতরা কেউ মণিপুরের বাসিন্দা নন।” বিবৃতিতে আরও জানানো হয়েছে, অসম রাইফেলে সমাজের সব শ্রেণির প্রতিনিধি রয়েছে। সকলে একসঙ্গে কাজ করছে মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য। যদিও ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়েছে সেই রাজ্যের প্রশাসন।