কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়ে দিলেন আসামে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে বাধা এসেছে তা আখেরে দলের পক্ষেই ভালো। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিমি দূরে হাজোতে একটি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন,কংগ্রেস কর্মীরা এই বাধাতে ভীত নন। আগের সূচি মেনেই যাত্রা এগিয়ে যাবে।
রাহুল গান্ধী জানিয়েছেন, যাত্রাকে বাধা দিতে অসমের মুখ্যমন্ত্রী যা করেছেন তাতে আমাদেরই ভালো হয়েছে। যে ধরনের প্রচার আমরা পেয়ে গিয়েছি যেটা হয়তো আমরা পেতাম না সেটা অসমের মুখ্যমন্ত্রী আমাদের দিয়ে দিয়েছেন। হয়তো এর পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকতে পারেন।
এদিকে গুয়াহাটির খানাপাড়াতে কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছিল বলে খবর। যাত্রা যাওয়ার রুটে এই ঘটনা হয়। এমনকী সেই ঘটনায় কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরাহ সহ কয়েকজন কংগ্রেস কর্মী ও পুলিশকর্মীরা আহত হয়েছিলেন বলে খবর। গুয়াহাটি প্রশাসন যে ব্যারিকেড তৈরি করেছিল সেটা ভেঙে যাত্রা এগোতে থাকে।
রাহুল গান্ধী বলেন, একটা মন্দিরে, একটা কলেজে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর যাত্রাকে আটকানো হয়েছিল। কিন্তু এতে আমরা ভয় পাইনি। আসলে এটা আমাদের সুবিধা করে দিয়েছে। ন্যায় যাতে সকলের কাছে যাতে পৌঁছয় তার ব্যবস্থা করে দিয়েছে।
রাহুল বলেন, যদি ওরা হামলাও চালায় আমি তাতে ভয় পাব না। একবার আমি মনে যেটা সিদ্ধান্ত নিই, আমি আমার আদর্শের উপর দাঁড়িয়ে থাকি। গোটা পৃথিবী আমার অন্যদিকে থাকলেও আমি আমার আদর্শে অবিচল থাকব। রাহুল জানিয়েছেন, বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের রাজ্যে যখন যাত্রা প্রবেশ করবে তখন সেই যাত্রায় অংশ নেওয়ার জন্য। তিনি বলেন, ভারতের ভোটারের ৬০ শতাংশ জোটের পক্ষে রয়েছে।