রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে এখনও গোটা দেশে জারি আছে উন্মাদনা। হিন্দুদের কাছে, এ এক বড় জয়। অযোধ্যায় সরযূর তীর এখন ভরা আলোর মেলায়। শুধু তাই নয়, ক্রিকেট থেকে অভিনয়, তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাম মন্দির নিয়ে। সোমবারের বিশেষ শুভ দিনটা কাটিয়ে এসেছেন তাঁরা অনেকেই রাম-জন্মভূমিতে।
আইকনিক টেলিভিশন সিরিজ রামায়ণের অরুণ গোভিল অযোধ্যায় গিয়েও দর্শন পেলেন না রামলালার। একটা সময় মানুষের কাছে বিনোদনই ছিল টিভিতে রামায়ণ দেখা। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর জনপ্রিয়তার ধারেকাছে আসতে পারেনি কেউ এখনও। ‘রামায়ণ’ -এ রামের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা অরুণ গোভিলকে। অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন তিনি দিন দুই আগেই। তবে দুঃখের বিষয় হল, উদ্বোধনের অনুষ্ঠান নিজের চোখে দেখলেও, দর্শন পাননি রামলালার। নিজের মুখে তিনি সেকথা জানিয়েছেন এক সংবাদমাধ্যমকে।
অরুণের সঙ্গে অযোধ্যায় ছিলেন তাঁর রামায়ণের দুই সহ-অভিনেতাও। সীতার ভূমিকায় অভিনয় করা দীপিকা চিখালিয়া ও লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লহরীও ছিলেন সেখানে। তিন জনকে একসঙ্গে অযোধ্যার রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছিল।
এক সংবাদমাধ্যমকে অরুণ জানিয়েছেন, ‘রামলালার দর্শন আমি পেলাম না। এখন এর থেকে বেশি আর কিছুই বলতে পারব না’। অরুণের এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই হতাশা একাংশের মনে। এক নেট-নাগরিক টুইট করেছেন, ‘রামই দেখা পেল না রামলালার। চাকচিক্যের মাঝে ভক্তি হার মানল না তো!’