গত বছরের মে মাস থেকে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। ইতিমধ্যেই কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘটেছে গণধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই দাবি করুক না কেন সেখানে শান্তি ফিরেছে, বাস্তব বলছে এখনও অগ্নিগর্ভ মণিপুর। এবার যেমন রাজ্যের হিংসা প্রতিহত করা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর মতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু জীবন ও সম্পত্তি রক্ষার বদলে শুধুমাত্র পর্যবেক্ষণই করে যাচ্ছে বাহিনী।
রবিবার প্রথম ব্যাটেলিয়ন মণিপুর রাইফেলস প্যারেড গ্রাউন্ডে রাজ্যের ৫২ তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে বলেন, ‘আপনাদের শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের অখণ্ডতা রক্ষা করার জন্য মোতায়েন করা হয়েছিল। মানুষের জীবন রক্ষা ও সম্পত্তি রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল।’ কেন্দ্রীয় বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন বীরেন। পাশাপাশি তিনি জানান, যারা রাজ্যের অখণ্ডতাকে নষ্ট করতে চায় তাদের জেনে রাখা দরকার যে রাজ্যের মানুষ যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ হতে পারে। নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা উচিত না।