আজ অযোধ্যার নবনির্মিত রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে ‘রামলালা’র। ইতিমধ্যেই সে নিয়ে সাজো সাজো রব দেশজুড়ে। পাশাপাশি, সূত্রপাত হয়েছে নানান বিতর্কেরও। প্রশ্নের মুখে পড়েছে ধর্মনিরপেক্ষতার প্রতি মোদী সরকারের দৃষ্টিভঙ্গি। ইতিমধ্যেই সমালোচনা সরব হয়েছেন অনেকেই। এবার তাতে যোগ হল টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নাম। সোমবার রাহুল ফেসবুকে লিখলেন, “আমরা হেরে গেলাম।” কারও বুঝতে অসুবিধে হয়নি রাম মন্দির নিয়েই মোদী সরকারকে তোপ দেগেছেন তিনি। একাধিক নেট-নাগরিক রাহুলের হয়েই গলা ফাটালেন কমেন্ট সেকশনে।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত রাম মন্দিরের স্থানেই দাঁড়িয়ে ছিল বাবরি মসজিদ। অনেকেরই দাবি, ১৫২৮ সালে ১৫২৮ একটি মন্দিরের উপর তৈরি করা হয়েছিল এই মসজিদখানা। বলা হয়, মীর বাকি তৈরি করেছিলেন বাবরি মসজিদ। এরপর ১৮৮৫ সালে মহন্ত রঘুবীর দাস যান ফৈজবাদ আদালতে। তিনিই প্রথম দাবি করেন, যে স্থানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে, সেটি আদতে রাম জন্মভূমি। তবে আদালত সে মামলা খারিজ করে দেয়। এর কিছু বছর পর সে স্থানে রামের একটি মূর্তিও প্রতিষ্ঠা করা হয়। সেই জমি নিয়ে নানা পক্ষ একাধিকবার গিয়েছেন আদালতে। তবে, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের কাঠামো ভেঙে ফেলে কয়েক হাজার মানুষ। আর তা ভাঙার জন্য উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশীদের বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় হয় দেশের রাজনৈতিক মহল।