সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এ নিয়ে মুখ খুললেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। রাষ্ট্র ও ধর্মকে আলাদা করে দেখা উচিত বলে দাবি করেছেন কেরালার মুখ্যমন্ত্রী। তাঁর এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
সোমবার কেরালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়ন। সেখানে রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গ তুলে ধরে রাজনীতির অভিযোগ করেছেন তিনি। বিজয়ন বলেছেন, বর্তমান দেশে এমন একটি পরিস্থিতির তৈরি হয়েছে যে ধর্মীয় উপাসনালয়ের উদ্বোধন সরকারি অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে। তাঁর মতে, যাঁরা সংবিধান রক্ষার অঙ্গীকার করেছেন, তাঁদের উচিত সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার চরিত্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। কেরালার মুখ্যমন্ত্রীর নিশানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা বুঝতে কারোর অসুবিধা হয়নি।
এখানেই থেমে না থেকে ধর্মনিরপেক্ষতা নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেছেন বিজয়ন। ভারতের ধর্মনিরপেক্ষতা মানে যে ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করা, তা নেহেরু মনে করতেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সোমনাথ মন্দির সংস্কারের পর উদ্বোধনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুকে আমন্ত্রণ জানানো হলে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তৎকালীন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদকেও মন্দির উদ্বোধনে যেতে বাধা দিয়েছিলেন। এর পিছনে একটি যুক্তিও দিয়েছিলেন। তাঁর মতে, ধর্মনিরপেক্ষ দেশে মন্দির উদ্বোধনে গেলে, ভুল বার্তা যাবে দেশের অন্য সম্প্রদায়ের কাছে।