অযোধ্য়ায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে ছিলেন প্রধান যজমান। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় বিরাট মিছিল বের করেন। তবে বিরোধীদের দাবি
রামমন্দিরের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে।
এসবের মধ্য়েই শুভেন্দু অধিকারীর একটা পুরানো ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু বক্তব্য রাখতে গিয়ে বলছেন, যখন ভোট আসে তখন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে পোলিং এজেন্ট বানিয়ে ফেলেন মোদীজি’। তখন তিনি অবশ্য বিজেপি নেতা নন। তাঁকে ওই ভিডিয়োতে আরও বলতে শোনা যায়, এই জন্য়েই হিন্দুত্বের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্য়ায়। আর বাংলায় হয়েছে সংহতি মিছিল। কলকাতার রাস্তায় হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও ছিলেন এই মিছিলে।