আজ ২৩শে জানুয়ারি। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী। দেশজুড়ে চলছে মহান স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিচারণ। এই বিশেষ দিনে আজও সিঙ্গাড়া বিলি করেন পূর্বস্থলীর রায় পরিবার। সেখানে ‘কুলদেবতা’ হিসেবে পুজো করা হয় নেতাজীকে। রায় পরিবার সূত্রে জানা যায়, ১৯৩২ সালে নেতাজী গিয়েছিলেন রায়বাড়িতে।
উল্লেখ্য, বাড়ির কর্তা রমেশচন্দ্র রায় ছিলেন তৎকালীন স্বাধীনতা সংগ্রামী। সেই সূত্রেই ওই বাড়িতে গিয়েছিলেন নেতাজী। রমেশচন্দ্রবাবুর স্ত্রীর বানানো সিঙ্গাড়া খেয়েছিলেন তিনি। তারপর থেকেই ২৩শে জানুয়ারি, সিঙ্গাড়া বিলি করে এই পরিবার। এমনকি নেতাজীর বসা চেয়ারটিও সযত্নে রাখা হয়েছে। কাঁচের শোকেসে চেয়ার সংরক্ষিত করে, সেখানেই ছবি রেখে হয় পুজো করা হয় সুভাষচন্দ্রকে।