আগামী মাসের ১৬ তারিখ দেশ জুড়ে গ্রামীণ ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। সম্প্রতি জলন্ধরে সংযুক্ত কিসান মোর্চার সর্বভারতীয় সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়েছে। এই সম্মেলনে কৃষিতে কর্পোরেট লুণ্ঠন বন্ধ করার সংগ্রামকে তীব্র করার আহ্বান জানিয়ে কৃষি সংকট, কৃষির জন্য বিকল্প নীতি এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়ন নিয়ে ইস্তেহার প্রকাশ করা হয়েছে। যেখানে ন্যায্য মজুরি ও পেনশন-সহ সামাজিক নিরাপত্তা প্রদানের দাবি করা হয়েছে। সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষকে নিয়ে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর ও নানা যানবাহন নিয়ে প্রতীকী প্যারেড করা হবে সব রাজ্যে।
সম্মেলনে গৃহীত ইস্তেহারে বলা হয়েছে, কেন্দ্রের কর্পোরেট-সমর্থক, কৃষক বিরোধী বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে কৃষকদের অর্থনৈতিক অবস্থার অবনতি করেছে এবং কর্পোরেটদের দ্বারা শস্য উৎপাদন ও খাদ্য সরবরাহের শৃঙ্খল নিয়ন্ত্রণ করছে। মোর্চার অভিযোগ, মুনাফালোভীদের একচেটিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষকদের জমি দখল করে চাষাবাদ থেকে বিতাড়িত করার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন করেছে মোদী সরকার। ইস্তেহারে কর্পোরেট একচেটিয়া কবল থেকে অব্যাহতি এবং কৃষকদের উপযুক্ত মূল্য, শ্রমিকদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদানের জন্য সরকারি বিনিয়োগ, উৎপাদক সমবায় এবং অন্যান্য জনকেন্দ্রিক মডেলের উপর ভিত্তি করে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প বিকাশের বিকল্প নীতির দাবি করা হয়েছে।