গত ২০ বছর ধরে চেষ্টা করছেন। তবুও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে মেলেনি জাতীয় ছুটি। যা নিয়ে আক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
২৩ জানুয়ারি এই ইস্যুতে নাম না করে কেন্দ্রকে তাঁর খোঁচা, রাজনৈতিক প্রচারের জন্য এ দেশে ছুটি দেওয়া হয়। কিন্তু যার জন্য় স্বাধীনতা এল তাঁর জন্মদিবসে জাতীয় ছুটি দেওয়া হয় না। তাঁর আরও সংযোজন, ‘ক্ষমতায় এসে নেতাজিকে ভুলে গিয়েছে বিজেপি’।
প্রতি বছরের মতোই এবারও মঙ্গলবার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রীয। তার পর বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপের কথা জানান তিনি। মমতার আক্ষেপ, দেশে রাজনৈতিক অনুষ্ঠানে ছুটি দেওয়া হয়।
মঙ্গলবার,নেতাজির জন্মবার্ষিকীতে রেড রোডে নেতাজি মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় রাজ্য সরকারের তরফে। সেখানে প্রতিবারই নিজে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবারও ছিলেন। আর সেখান থেকেই দেশনায়ককে নিয়ে কেন্দ্রের উদাসীনতাকে তোপ দাগলেন তিনি। নীতি আয়োগকেও দুষলেন।