আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষে রেড রোডে নেতাজি মূর্তির সামনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। যেখানে দেশনায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে নেতাজি প্রসঙ্গে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে কার্যত কেন্দ্রকে কটাক্ষ করলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার যুব সমাজের কাছে বড় ভূমিকা পালন করেছিলেন নেতাজি। আমি নেতাজির থেকে অনুপ্রাণিত। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমি ছেলেবেলা থেকে নেতাজির কাহিনি শুনেছি। নেতাজিকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। নেতাজির স্মৃতি ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।’
নেতাজি প্রসঙ্গে রাজ্যের অবস্থান স্পষ্ট করে মমতা বলেন, ‘বাংলা জানে কী করতে হবে, কী করতে হবে না। কখন, কোথায়, কী করতে হবে বাংলা জানে। গান্ধীজি, নেতাজি মহান যোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতার ক্ষেত্রে আমি সরকারি, বেসরকারি এবং সমস্ত লাইব্রেরিকে যুক্ত করে রাজভবনের তরফে একটা গবেষক টিম করব। যাঁরা গবেষণা করবেন নেতাজিকে নিয়ে।’