রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উৎসবের মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন রাহুল গান্ধী। অসমে এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছেন তিনি। এদিন অসমের বটদ্রভ মন্দিরে তাঁর পুজো দেওয়ার কর্মসূচি ছিল। কিন্তু, সকালে তাঁকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ কংগ্রেস নেতার।
এরপরই সংবাদমাধ্যমের সামনে রাহুল বলেন, ‘আজ কেবল একজন ভক্তই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। আমরা এখানে কোনও সমস্যা তৈরি করতে আসিনি। কেবলমাত্র মন্দিরে প্রার্থনা করেত এসেছিলাম। কিন্তু, আমায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।’
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় আসামের বটদ্রভ থান মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা। অসমের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান এই বটদ্রভ থান। তবে এই থানে রাহুলকে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বটদ্রভ থান ম্যানেজমেন্ট কমিটির সভাপতি যোগেন্দ্র নায়ারণ দেব মোহন্ত বলেন, ‘রাহুল গান্ধী মন্দির উপস্থিত হলে তারা খুশি হবেন। তবে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের জেরে সোমবার ১০ হাজারের বেশি মানুষ সকাল থেকে জড়ো হবেন আমাদের থানে। ফলে রাহুলকে সে সময় ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। দুপুর ৩টের পর তাঁকে আসার অনুরোধ জানাচ্ছি।’