রাজ্যে ফের জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আজ দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেক কম। ফলত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অনুভূত হচ্ছে হাড়কাঁপানো ঠাণ্ডার আমেজ। আগামী ৭২ ঘন্টায় রাজ্যের নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৩শে জানুয়ারি, হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ শে জানুয়ারি বৃষ্টি সামান্য বাড়তে পারে, পূর্ব-পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে কনকনে ঠাণ্ডা থাকবে। প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। বেশি কুয়াশা দেখা যাবে মালদা এবং দিনাজপুরে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তারপর দু-তিন দিন একই রকম তাপমাত্রা। শহর কলকাতায় রবিবার সারাদিন মেঘলা আকাশ থাকায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারেনি। গতকাল রাতের তাপমাত্রা ১৫.২ থেকে রাতারাতি নেমে এসেছে ১২.১ ডিগ্রিতে। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২০.২ থেকে নেমে এসেছে ১৯.৬ ডিগ্রিতে। যা ৬ ডিগ্রি কম বর্তমান স্বাভাবিক তাপমাত্রার চেয়ে।