বয়স বাড়লেও তা এখনও থাবা বসাতে পারেনি তাঁর দক্ষতায়। এখনও দুরন্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি লিগে দাপিয়ে খেলছেন। করছেন একের পর এক গোল। এখনও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন ক্রিশ্চিয়ানো। তাই এখনই অবসর নিয়ে কিছু ভাবতে চান না তিনি। দুবাইয়ে ফুটবলের একটি অনুষ্ঠানে রোনাল্ডোকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘‘কখন অবসর নেব? সত্যি বলতে আমিও এখন জানি না। হয়তো ১০ বছর পরে।’’ রোনাল্ডোর মুখে এ কথা শুনে অবাক হয়ে যান সঞ্চালকও। যদিও তার পরেই সিআরসেভেন জানান, তিনি মজা করছিলেন। ‘‘আমি মজা করছিলাম। তবে সত্যিই জানি না কবে অবসর নেব। এখনও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখি’’, জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ক্লাব ও দেশের হয়ে ৫৪টি গোল করেছেন রোনাল্ডো। চলতি মরসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি। খেলা এখনও উপভোগ করছেন রোনাল্ডো। তিনি বলেন, ‘‘চলতি মরসুম খুব ভাল যাচ্ছে। আমি সর্বোচ্চ গোলদাতা। নিজের খেলায় আমি গর্বিত। ৩৯ বছর বয়সেও খেলতে সমস্যা হচ্ছে না।’’ সৌদি লিগকে ফরাসি লিগের থেকে উপরে রাখছেন রোনাল্ডো। তাঁর মতে, এশিয়ার এই দেশে এখন লড়াই অনেক বেশি। ‘‘সত্যি বলতে ফরাসি লিগের থেকে এখন সৌদি লিগে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। ফরাসি লিগে দু’তিনটে দলের মধ্যেই লড়াই হয়। এখানে ভাল দলের সংখ্যা অনেক বেশি। সৌদি লিগ এখনও উন্নতি করছে। প্রতি মরসুমে ভাল ভাল ফুটবলার আসছে। তারা বিশ্বের যে কোনও লিগে খেলার যোগ্য’’, বক্তব্য সিআরসেভেনের।