পার্ক সার্কাসের গির্জা থেকে বেরিয়ে কাছের এক মসজিদে গেলেন মমতা। চড়ালেন চাদর। তার পরেই রওনা হলেন সভাস্থলের উদ্দেশে।
মসজিদের চাদর চড়িয়ে পার্ক সার্কাসে সভাস্থলে পৌঁছলেন মমতা। সেখানে মঞ্চে দাঁড়িয়ে বার্তা দেবেন তিনি। মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।
পার্ক সার্কাসের মঞ্চে রয়েছেন অভিষেকও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রামমন্দির উদ্বোধনের দিন শহরে সংহতি মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। বস্তুত, ওই কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা। রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ নিয়ে যখন সারা দেশের অধিকাংশ রাজ্যই উদ্বেল, বহু রাজ্য দিনভর ছুটি ঘোষণা করেছে, তখন সেই ‘স্রোত’-এর বিপরীতে হেঁটে একমাত্র মমতাই ‘সংহতি মিছিল’-এর কর্মসূচি নিয়েছেন।