সোমবার অযোধ্যায় হল রাম মন্দিরের উদ্বোধন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের বিশিষ্টেরা। এই আবহে কলকাতায় ‘সংহতি মিছিল’-এর ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে পুজো দিয়ে তার পর হাজরা পার্ক থেকে মিছিল।
এদিন দুপুর ৩টে নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিষ্টি, লাল শাড়ি দিয়ে মায়ের আরাধনা করলেন তিনি। করলেন আরতি।
হাজরা মোড় থেকে শুরু হওয়ার কথা ‘সংহতি মিছিল’। সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষনেতারা।
বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল করে পার্ক সার্কাসে পৌঁছবেন মমতা। মসজিদ এবং গির্জায় যাবেন। সেখান থেকে পার্ক সার্কাস ময়দান গিয়ে সভা মমতার। পথে রাধাকৃষ্ণের মন্দিরেও পুজো দেওয়ার কথা।