তুঙ্গে কলকাতার ফুটবলপ্রেমীদের উত্তেজনা। শুক্রবার সুপার কাপে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ডার্বির পারদ চড়তে শুরু করে দিয়েছে। দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ফুটবলবোদ্ধাদের মতে, কিছুটা হলেও এগিয়ে থেকে শুরু করছে ইস্টবেঙ্গল। তবে এবারের সুপার কাপে মোহনবাগান পুরোদস্তুর শক্তিশালী দল নিয়ে যেতে পারেনি। সবুজ-মেরুন শিবিরের সাত জন ফুটবলার রয়েছেন ভারতীয় দলের সঙ্গে। এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ খেলতে ব্যস্ত তাঁরা। মনবীর সিং, দীপক টাঙ্গরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বসু, বিশাল কাইথ রয়েছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচের দলে। কে আশিক চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন। এই তারকা ফুটবলারদের অনুপস্থিতি ভাবাবে ক্লিফোর্ড মিরান্ডাকে। গোয়ানিজ কোচ ডার্বির আগেই বলে দিয়েছেন, তিনি এসব নিয়ে ভাবতে রাজি নন। দলের প্রত্যেকে যেন একশো শতাংশ দেন, সেদিকেই তাঁর লক্ষ্য।
প্রসঙ্গত, গোলের জন্য মোহনবাগান নির্ভরশীল কামিন্স, পেত্রাতোস, সাদিকুর উপরে। যে কোনও মুহূর্তে এঁরা ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন।
সুপার কাপে ইস্টবেঙ্গল প্রথম দুটো ম্যাচ জিতলেও গোল হজম করেছে। ডার্বিতে যে প্রবণতা ভোগাতে পারে কুয়াদ্রাতের দলকে। ইস্টবেঙ্গলের আসল অস্ত্র তাদের কোচ কুয়াদ্রাতই। তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে এই ধরনের বড় ম্যাচে। গোলের মধ্যে রয়েছেন ক্লেটন। কিন্তু ডার্বির মতো হাইপ্রোফাইল ম্যাচে গোল করেননি ক্লেটন। ব্রাজিলীয় তারকা তৈরি হচ্ছেন। দলের স্তম্ভ হয়ে উঠেছেন কুয়াদ্রাতের আনা বিদেশি হিজাজি। গোল করছেন তিনি। গত ম্যাচে জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির।