গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন শিখ সম্প্রদায়ের জন্য ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের এক্স হ্যান্ডেলে শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য এই সুখবর ঘোষণা করেছেন তিনি।
ময়দানে গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে শিখ সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমি এই ভাষা বুঝতে পারি। আস্তে আস্তে বলতেও শিখছি। আমাদের বাড়িতে পাঞ্জাবি বউ আছে।’
এরপরেই মমতার সংযোজন, ‘এক তো অভিষেকের স্ত্রী রুজিরা। আপনারা আমাদের পরিবারের সদস্য। আরও একজনও আমাদের বাড়িতে আছে। আমি হালুয়া আপনাদের পছন্দ করি। আজও খেয়ে যাব।’ অভিষেক ঘরণীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রুজিরা খুব ভাল। ওঁর ছেলেমেয়েদের গ্রন্থ সাহিব মুখস্থ। আপনাদের বললাম আপনারা আমাদের পরিবারের সদস্য৷’