বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে চোখ-ধাঁধানো শতরান করেছেন রোহিত শর্মা। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। একাধিক নতুন নজির গড়লেন রোহিত। বেঙ্গালুরুতে ৬৯ বলে ১২১ রানের ইনিংসই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। এক আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১১৮। পাশাপাশি, বুধবার কুড়ি ওভারের ক্রিকেটে পঞ্চম শতরান করলেন রোহিত। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি শতরানের মালিক ছিলেন তিন ক্রিকেটার। রোহিতের সঙ্গে ছিলেন সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল। সকলেরই শতরানের সংখ্যা ছিল ৪টি।
অর্থাৎ, এদিন পঞ্চম শতরান করে নতুন বিশ্বরেকর্ড করলেন রোহিত। কুড়ি ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের মালিক তিনি একাই। এছাড়া, এদিনের ইনিংসের পর ভারতের অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির গড়লেন তিনি। টপকে গেলেন বিরাট কোহলির কীর্তি। ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে কোহলি করেছিলেন ১৫৭০ রান। এ দিন অর্ধশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গে কোহলিকে টপকে যান রোহিত। বুধবারের ইনিংসের পর অধিনায়ক হিসাবে ৫৪টি ম্যাচে তাঁর রান হল ১৬৪৮। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১১২ রান করেছিলেন মাহি।