প্রবল উত্তাপ ও চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রানিনগরে। বুধবার গভীর রাতে বাড়িতে ঢুকে জনৈক ঘুমন্ত তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদেরর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিনগরের চর ৫১ গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত ওই যুবকের নাম মনোজ মণ্ডল (২৭)। ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জখম তৃণমূল কর্মীর নাম মনোজ মণ্ডল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় মণ্ডল (২৯)। ওই এলাকাতেই বাড়ি। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গত বছর ২৬শে জুলাই রাতে মহিলাঘটিত কারণে বাপি মণ্ডলদের সঙ্গে ঝামেলা হয়েছিল রাজবীর মণ্ডলদের। অভিযোগ, সেইদিন বাপি ও তাঁর শাগরেদরা মিলে রাজবীর-সহ ৫ জনকে কুপিয়ে জখম করেছিল। সেদিন বাপির সঙ্গী ছিলেন এদিনের জখম যুবক মনোজ মণ্ডল। আর তারই বদলা নিতে বুধবার রাতে মনোজের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় রাজবীররা।
প্রসঙ্গত, একটি গুলি মনোজের পেটে লেগেছে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রানিনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় রানিনগর ২ ব্লকের নব নির্বাচিত সভাপতি মাহাবুব মুর্শিদ জানান, “পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি করে রেখেছে বিজেপি। এই ঘটনা তারই জের। পুলিশ প্রকৃত দোষীদের ধরে শাস্তির ব্যবস্থা করবে।” রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত সঞ্জয় মণ্ডলকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মদ্যপ ছিল সে।