ফের দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তলব করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় চতুর্থ সমনও অগ্রাহ্য করবেন কেজরিওয়াল। ইডি দফতরে না গিয়ে কেজরিওয়াল গোয়ায় যাবেন ভোটপ্রচার করতে। এদিকে ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার হাজিরা না দিলে ফের শুক্রবারই তলব করা হতে পারে দিল্লীর মুখ্যমন্ত্রীকে। এর আগেও তিনবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সমনকে ‘বেআইনি’ দাবি করে হাজিরা এড়িয়েছিলেন তিনি। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেননি। কেজরিওয়াল নিজে বলছেন, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে তার কোনও ভিত্তি নেই। ফলত এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই নেই।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় দিল্লীর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। কেজরিওয়াল এসবের মধ্যেও সমন উপেক্ষা করে চলেছেন। সূত্রের দাবি, আজ দুপুরেই গোয়া উড়ে যাবেন তিনি। সেটা ইডিকে জানিয়েও দেওয়া হচ্ছে আপের তরফে। নিয়ম অনুযায়ী, কেউ পরপর তিনটি সমন উপেক্ষা করলেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা যায়। আগাম জামিন নেওয়া না থাকলে গ্রেফতার পর্যন্ত করা যায়। কিন্তু কেজরিওয়ালের বিরুদ্ধে এখনই অত বড় পদক্ষেপের কথা ভাবছে না ইডি। তবে দিল্লীর মুখ্যমন্ত্রীকে ফের সমন পাঠানো হবে। শুক্রবার তাঁকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।