আর মাত্র মাসকয়েকের অপেক্ষা। তারপরই মার্কিন মুলুক ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২রা জুন শুরু হতে চলেছে প্রতিযোগিতা। ৫ই জুন ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। কুড়ি ওভারের বিশ্বকাপে নামতে মুখিয়ে রয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও শেষ মুহূর্তে খেলেননি শামি। আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও নেই তিনি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশি টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ পাচ্ছে না টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে রয়েছে কেবল আইপিএল।
অধিনায়ক রোহিত অবশ্য আগে জানিয়ে দিয়েছেন, আইপিএল আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এক নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা প্রসঙ্গে শামি বলেছেন, ”এখনও বেশি খানিকটা সময় বাকি আছে। বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। যে ভালো খেলবে, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবে। আমি যদি ভালো পারফর্ম করি, তাহলে নিশ্চয়ই আমি সুযোগ পাব। বিশ্বকাপকে অগ্রাহ্য করবে কে?” শামির কথাতেই স্পষ্ট, বিশ্বকাপ খেলার জন্য মরিয়া তিনি। বিশ্বকাপে শামিকে পেলে ভারতের বোলিং বিভাগ যে আরও শক্তিশালী হবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।