সম্প্রতি মণিপুরের পুলিশ অফিসার চিংথাম আনন্দ কুমারকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় বিজেপি নেতা হেমখোলাল মেটকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিজেপিকে একহাত নেয় তৃণমূল। তৃণমূলের তরফে লেখা হয়, আপনাদের দলের আরেকজন অপরাধী গ্রেফতার হয়েছেন। আবার এক নারকীয় ঘটনার সঙ্গে বিজেপির যোগ মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে নিদারুণ ব্যর্থ।
এই পাশবিক কর্মকাণ্ডের জন্য এবার কাকে দোষ দেবেন আপনারা, প্রশ্ন তোলে তৃণমূল। শুধু বিজেপির অপরাধী মানসিকতা নিয়েই সরব হয়নি তৃণমূল, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সরব হয় মোদী-রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ব্যর্থতা নিয়েও।
তৃণমূল লেখে, হইচই-ই সার, গুজরাতে স্বাস্থ্য পরিষেবা চূড়ান্ত ব্যর্থ! ক্রমবর্ধমান শিল্প, বুলেট ট্রেন আর বিস্তৃত মহাসড়কের চকচকে মোড়কের নিচে গুজরাতের তথাকথিত ‘অর্থনৈতিক সমৃদ্ধি’ একটি দুর্বল স্বাস্থ্য পরিষেবাকে লুকিয়ে রেখেছে। সেখানে গরিব মানুষের কোনও জায়গা নেই। এই মর্মেই তৃণমূলের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটাই কি আপনার প্রগতির প্রতীক? এরপরই স্বাস্থ্যসংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরা হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে।