সশস্ত্র হামলাকারীদের আক্রমণে মৃত্যু হল আরও এক পুলিশ কমান্ডোর। বুধবার সকালে বাহিনীর সঙ্গে সশস্ত্র হামলাকারীদের সংঘর্ষের ঘটনাটি ঘটে মায়ানমার সীমান্তে মণিপুরের মোরে। হামলার পরই মৃত্যু হয়েছিল পুলিশ কমান্ডো ওয়াংখেম সোমরজিৎ মিতির (৩২)। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন আরও তিন কমান্ডো।
সংবাদসংস্থা সূত্রের খবর, এদিন সন্ধেয় আরও এক কমান্ডোর মৃত্যু হয়েছে। নিহতের নাম তাখেল্লাম্বাম শাইলেশ্বর। জখম বাকি দু’জনের অবস্থাও সঙ্কটজনক। চিকিৎসার জন্য বিমানে করে তাঁদের ইম্ফললে নিয়ে যাওয়া হয়েছে।
জাতিগত সংঘর্ষকে কেন্দ্র করে গত বছর থেকেই উত্তপ্ত মায়ানমার সীমান্ত। গত অক্টোবরে সীমান্তে সশস্ত্র হামলাকারীদের আক্রমণে মৃত্যু হয়েছিল পুলিশ অফিসার চিংথাম আনন্দ কুমারের।
ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত সোমবার কুকি উপজাতির দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সংস্থা্ সূত্রের খবর, বুধবার ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। সশস্ত্র হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ। একই সঙ্গে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে বলে অভিযোগ।