মন্দিরের দেওয়ালে বিজেপির প্রতীক পদ্ম এঁকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন যোগী আদিত্যনাথ। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল হয়েছে সেই ভিডিও। মন্দিরের দেওয়ালে বিজেপির প্রতীক কেন? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
গত দুবার লোকসভা নির্বাচনে বিজেপির অনায়াসে জয়ের পিছনে যোগীরাজ্যের বড় ভূমিকা আছে। যোগী আদিত্যনাথের দাবি এবার রাজ্যের সব কটা আসনেই বিজেপি প্রার্থীরা জিততে পারে। চলতি মাসের শেষের দিকে উত্তরপ্রদেশের কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। অযোধ্যায় রামমন্দিরের স্বপ্নপূরণ হওয়াটা ভোটপ্রচারে কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির।
গোটা দেশ এখন তাকিয়ে অযোধ্যার দিকে। সেখানে রামমন্দির প্রাক উদ্বোধনের বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকবেন দেশের তাবড় তাবড় সেলেবরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখন ব্যস্ত রামমন্দিরের উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে। এরই মাঝে ভোটপ্রচারের কাজে নেমে পড়লেন যোগী। কিন্তু শুরুতেই মন্দিরে বিজেপির প্রতীক এঁকে বিতর্কে জড়ালেন।