মোদী সরকার এখনও রাজ্যের প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এই পরিস্থিতিতে রেশন বিলিতে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে রাজি নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের মানুষকে এবার বছরভর রেশন দেবে রাজ্য নিজেই! তার জন্য সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নবান্নে সূত্রে তেমনই খবর।
প্রসঙ্গত, বকেয়া ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে অভিযোগ, ‘দীর্ঘদিন ধরেই একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না। এখন রেশন বাবদ রাজ্য়ের পাওনা ৭ হাজার কোটি টাকাও আটকে রেখেছে কেন্দ্র’। হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের লোগো ও গেরুয়া রং ব্যবহার করা নিয়েও আপত্তি জানিয়েছেন মমতা।