ফের বিতর্কের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সম্পূর্ণ তদন্ত না করেই চূড়ান্ত চার্জশিট গঠন করেছে তারা, স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) নিয়োগদুর্নীতি মামলায় এমনটাই অভিযোগ তুললেন ধৃত শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী। বুধবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হার জামিনের আবেদন জানানো হয়। সেই প্রেক্ষিতেই এই প্রশ্ন তোলেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। আদালতে সঞ্জয় জানান, নিয়োগ মামলার তদন্ত এখনও শেষ করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তদন্ত বাকি থাকতেই তারা চূড়ান্ত চার্জশিট আদালতে জমা দিয়ে দিয়েছে। তাঁর দাবি, বেশ কিছু ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট ছাড়াই কী ভাবে তদন্ত শেষ হয়েছে বলে দাবি করছে সিবিআই, সেই প্রশ্ন তুলেছেন এসপি সিনহার আইনজীবী।
প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৯ই জানুয়ারির মধ্যে নিয়োগ মামলার তদন্ত শেষ করতে বলা হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে। এর জবাবে সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, তাঁরা যা তথ্য সংগ্রহ করেছেন, সবই কেস ডায়েরিতে রয়েছে। এসপি সিনহা ছাড়াও বুধবার আদালতে নিয়োগ মামলায় অপর ধৃত চন্দন মণ্ডলের জামিনের আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে আরও সময় চায় সিবিআই। আদালতে এই শুনানি চলাকালীন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উপস্থিত ছিলেন না। যা দেখে বিচারক অসন্তুষ্ট হন। ‘‘তদন্তকারী অফিসারের থাকা উচিত ছিল। আদালতের নির্দেশ পালন করা হয়নি। আমি আমার প্রয়োজন মতো নির্দেশ দেব। কোনও ত্রুটি থাকলে তদন্তকারী অফিসারকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে’’, সিবিআইয়ের আইনজীবীকে সওয়াল চলাকালীন থামিয়ে দিয়ে স্পষ্ট জানান তিনি।