পার্ক, বোটিং, নেচার পার্কে পাশাপাশি শীঘ্রই দিঘার মুকুটে নয়া পালক যোগ করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে তৈরি জগন্নাথ মন্দির। যা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। জানা গিয়েছে, আগামী এপ্রিলে উদ্বোধন করা হবে। আর সেখানে পুরীর ধাঁচে রথযাত্রাও হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রথযাত্রার জন্য দিঘা স্টেশনের পাশে ব্রহ্মপুর মৌজার জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সাত মিটার চওড়া রাস্তাটি ১৪ মিটারের করা হবে।
নিউ দিঘায় রেল স্টেশনের ঠিক পাশে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে জগন্নাথ সেবাধাম ও সংস্কৃতি কেন্দ্র। মন্দিরটি হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে। ২০২২ সালে ৩ মে শুরু হয় মন্দিরের নির্মাণকাজ। দায়িত্ব পেয়েছে রাজ্য সরকারের সংস্থা হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন বা হিডকো। সীমানা প্রাচীর তৈরি শেষ হয়েছে। পুরীর মন্দিরের মতোই এখানে ভিনরাজ্য থেকে আনা হয়েছে খোদাই করা পাথর।
দিঘার জগন্নাথ মন্দিরেও ভোগ দেওয়ার ব্যবস্থা, রথযাত্রা সবই হবে পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই। ওল্ড দিঘার দিকে দেড় কিলোমিটার দূরত্বে আরও একটি মন্দিরকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে চিহ্নিত করা হয়েছে। রথের দিন সেখানেই যাবে জগন্নাথদেব। সেই করেণেই মাসির বাড়ি পর্যন্ত মন্দির সংলগ্ন ওই রাস্তাটি আরও চওড়া করে চার লেনের করার উদ্যোগ নেওয়া হয়েছে। রথযাত্রার আগেই মন্দিরের উদ্বোধন হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।