স্কাইওয়াকের ক্ষতি করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সম্প্রসারণ করা হবে না। এমনই আশ্বাস দিলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তাঁর দাবি, দক্ষিণেশ্বর মেট্রোর কাজের জন্য জমির প্রয়োজন নেই। ‘এয়ারস্পেস’-র প্রয়োজন আছে। তবে যা করা হবে, সেটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই করা হবে। এমনভাবেই পুরো কাজটা করা হবে, যাতে কলকাতাবাসী উপকৃত হন। কোনওরকম ক্ষতি না হয়।
মঙ্গলবার মমতার কড়া বার্তার পরে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দাবি করেন, দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের একাংশ ভাঙা হবে যে খবর চাউর হয়েছে, তা পুরোপুরি গুজব। স্কাইওয়াক ভেঙে কাজ করতে চায় না রেল। স্কাইওয়াকের ক্ষতি করার কোনও অভিপ্রায় নেই। তবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ক্রসওভারের জন্য ‘এয়ারস্পেস’-র প্রয়োজন আছে। সেটার বিষয়েই রাজ্যকে জানানো হয়েছে। এবার যা করা হবে, সেটা রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতেই করা হবে।
আর মমতার সেই হুঁশিয়ারি পরই রেল কিছুটা সুর নরম করায় খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, মমতার কড়া অবস্থানে চাপে পড়ে গিয়েছে রেল। সেজন্য তড়িঘড়ি সুর নরম করতে বাধ্য হয়েছে। তাঁর খোঁচা, লাইনচ্যুত হয়ে গিয়েছিল রেল। মমতার ফের লাইনে ফিরেছে বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা।