দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে বলেছিল ভারতীয় রেল। বাংলার মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি ওই স্কাই ওয়াক ভাঙতে দেবেন না। তাঁর কথায়, ‘শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।’
দক্ষিণেশ্বরের মেট্রো চলাচল মসৃণ করতে ৯০ মিটার জমি চেয়ে আবেদন করেছিল রেল। কিন্তু সেই জমি দিতে গেলে স্কাই ওয়াক ভাঙতে হবে বলে রাজ্যের দাবি। মমতা জানিয়েছেন, স্কাইওয়াক ভাঙা যাবে না।
মঙ্গলবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হৃদয়ের মণিমুক্ত। পুলিশের হৃদয়ের মণিকোঠায় আলিপুর বডিগার্ড লাইন্স। এর কোনওটাই আমি ভাঙতে দেব না। দরকারে রুট বদলাতে সাহায্য করব।’
মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন কী কী কাজ করেছেন, সেই খতিয়ানও তিনি তুলে ধরেন। বললেন, ‘মেট্রো রেলের যত প্রজেক্ট, প্রত্যেকটা আমার করা। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া আমি উদ্বোধন করে এসেছিলাম। নোয়াপাড়া-দমদম আমার করা।’ ২০০৯ সালে তিনি এই প্রকল্পগুলির কথা বলার পরও কেন এতদিন সময় লেগে গেল কাজ করতে, তা নিয়েও প্রশ্ন মমতার।