পাইকারি মূল্য সূচকের উপর ভিত্তি করে ভারতের মুদ্রাস্ফীতির হার নভেম্বরে ০.২৬ থেকে ২০২৩ সালের ডিসেম্বরে নয় মাসের সর্বোচ্চ ০.৭৩ শতাংশে পৌঁছেছে। সোমবার প্রকাশিত সরকারী পরিসংখ্যান অনুসারে এই তথ্য সামনে এসেছে।
দেশের WPI-ভিত্তিক মূল্যস্ফীতি গত সাত মাস নেতিবাচক থাকার পর নভেম্বরে ইতিবাচকে পরিণত হয়। পরিসংখ্যান অনুসারে পাইকারি খাদ্যের দাম ৯.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে জ্বালানীর ক্ষেত্রে ২.১৪ শতাংশ হ্রাস পেয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতির ইতিবাচক হার প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী, যন্ত্রপাতি ও সরঞ্জাম, অন্যান্য উত্পাদন, অন্যান্য পরিবহন সরঞ্জাম এবং কম্পিউটার, ইলেকট্রনিক্স এবং অপটিক্যাল পণ্যের দাম বৃদ্ধির কারণে ঘটেছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এই মাসের শুরুর দিকে প্রকাশিত খুচরা মূল্যস্ফীতির পরিসংখ্যান অনুসারে ডিসেম্বরে ৫.৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নভেম্বরে ছিল ৫.৫৫ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি, যা সামগ্রিক ভোক্তা মূল্য সূচকের অর্ধেকের কাছাকাছি, নভেম্বরে ৮.৬৫৭ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে হয়েছে ৯.০৫ শতাংশ। এই মাসে সবজি, ডাল, মসলা ও ফলের দাম বেড়েছে। তবে মাসজুড়ে রান্নার তেলের দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া গেছে।