তৃণমূলের ছাত্র পরিষদ কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। অভিযোগ রবিবার গভীর রাতে তিনজন হানা দেয় তোষ গড়গড়ি নামে ওই টিএমসিপি কর্মীর বাড়িতে। তিনটে গুলি চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও বিজেপির দাবি, কোনওভাবেই তাদের কেউ যুক্ত নয়।
জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বাড়িতে সোমবার হামলা চালানোর অভিযোগ ওঠে। শ্যামনগর রাহুতা এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়। এ নিয়ে আতপুরের তৃণমূল ছাত্র নেতা দেবব্রত কর বলেন, ‘আজ সকালে শুনলাম তোষের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়েছিল। আমরা পুলিশের উপর আস্থা রাখি। জগদ্দল থানায় এফআইআর করা হয়েছে’।
তৃণমূল ছাত্র পরিষদের ওই কর্মী তোষ গড়গড়ি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তোষ বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। একজন আমার বাড়িতে এসে চড়াও হয়। এর আগে ও আমাকে লক্ষ্য করে গুলি চালায়। থানায় জানিয়েছিলাম। ও বিজেপি করে, আমি তৃণমূল করি। আমি কিন্তু ওকে ব্যক্তিগতভাবে চিনিও না। এদিকে হুমকি দিত কেসটা তুলে নিতে। এরপর রবিবার এসে আমার বাড়িতে তিনটে গুলি চালায়। আমি ছিলাম না। বাবা ছিল সেখানে। আরেকটু হলেই বাবার পায়ে লাগত’।