মাস তিনেক পরই লোকসভা ভোট। প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে। দলের প্রচারে যাতে কোনওরকম খামতি না থাকে, সাধারণ কর্মীদের মধ্যে কোনও স্তরে ভুল বার্তা না যায়, সেটা নিশ্চিত করতে সোশাল মিডিয়ায় একসঙ্গে মমতা এবং অভিষেকের ছবি দিয়ে প্রচার শুরু করল তৃণমূল।
তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন এবং প্রচার বিরোধীদের তরফে চালানো হচ্ছিল। আসলে কিছুদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে সেভাবে সক্রিয় ছিলেন না অভিষেক। দলের অন্দরে নেতাদের বয়সসীমা নিয়েও দ্বিমতের ছবি সামনে এসেছে। তবে সেসব বিতর্ক উড়িয়েই অবশ্য গত সপ্তাহে কালীঘাটে দলীয় বৈঠকে নেত্রীর পাশে ছিলেন অভিষেক। তাছাড়া অভিষেক নিজেও বারবার বলেছেন, দলনেত্রী তাঁকে যা কাজ দেবেন, তাই তিনি করবেন। এবার সোশাল মিডিয়াতেও নেত্রীর পাশে স্বমহিমায় দেখা যাচ্ছে তৃণমূলের ‘সেনাপতি’কে।
শাসক তৃণমূল সমস্ত সোশাল মিডিয়া হ্যান্ডেলে কভার পিকচার বদলে ফেলেছে। সেই ছবিতে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর ঈষৎ পিছনে অভিষেক। তৃণমূল নেতারা বরাবর বলে থাকেন, দল মমতার নেতৃত্বে আর অভিষেকের সেনাপতিত্বে চলবে। সেই বার্তাই যেন এদিনের সোশাল মিডিয়ার কভার ছবিতে স্পষ্ট হয়ে গেল।