কেন্দ্রীয় প্রকল্পে লোগো-রং ব্যবহার নয়, এমনকি নামের ক্ষেত্রেও আপত্তি রয়েছে রাজ্য সরকারের। এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সিদ্ধান্ত একতরফা বলে মনে করছে নবান্ন। বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রক বাধ্য করছে লোগো-রং ব্যবহার করতে, আপত্তি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, রাজ্যের বকেয়া অবিলম্বে দেওয়ার জন্য। চিঠিতে এও জানানো হয়, রেশন ব্যবস্থার ক্ষেত্রেও রাজ্য কোনওরকম লোগো-রং ব্যবহার করবে না।
‘ওদের থেকে আমরা ৭ হাজার কোটি টাকা পাই ভর্তুকির ক্ষেত্রে। সেই টাকা এখনও দেয়নি কেন্দ্র। কেন্দ্রের রং ও লোগো আমরা মানব না’। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।