সামনেই দেশের লোকসভা নির্বাচন। আর তার আগে বড়সড় রদবদল হল রাজ্য পুলিশে। সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের অ্যাডিশনাল এসপি, এসডিপিও, এসএসপি পদে একাধিক রদবদল দেখা যায়।
উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক পুলিশ কর্মীকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। মোট ১৯৫ জনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরের পুলিশ কর্তাকে দক্ষিণে ও দক্ষিণের পুলিশ কর্তাকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঠানো হয়েছে। এভাবে কার্যত একেবারে রাজ্যের প্রায় সব প্রান্তের পুলিশে বড়সড় ভোলবদল করা হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেও পুলিশে বড়সড় রদবদল এসেছে। একাধিক শূন্যপদে নতুন আধিকারিক আনা হয়েছে। জেলা সদর অতিরিক্ত পুলিশ সুপার, হলদিয়া অতিরিক্ত পুলিস সুপার, কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার পদেও আনা হয়েছে বেশ কিছু জনকে।