নিজের ঢাক পেটাতে বরাবরই সিদ্ধহস্ত তিনি। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে প্রায় নিত্যদিনই তাঁর এই আত্মপ্রচারের গুণের কথা হাড়ে হাড়ে টের পেয়েছে দেশবাসী। ১০ বছরে প্রধানমন্ত্রী হিসেবে নিজের মুখকে দেশের মুখ হিসেবে তুলে ধরতেও তিনি যথেষ্টই সফল হয়েছেন। তারপরও আত্মপ্রচারের নতুন নতুন ফর্মুলা উদ্ভাবনে খামতি থাকে না নরেন্দ্র মোদীর। এবার যেমন নিজের প্রচারের জন্য তিনি বেছে নিয়েছেন গরিবের রেশনকে। খাদ্যসামগ্রী নেওয়ার জন্য লোকসভা ভোটের আগে বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ চালু করতে চলেছে কেন্দ্র। ১০ কেজি ওজন বইতে পারে, এমন ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রীর ছবি তো থাকবেই। সঙ্গে উল্লেখ করা হবে সরকারের নানা প্রকল্প। ভোটের টানে বাংলা সহ গোটা দেশের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা ২০.০৩ কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র। ইতিমধ্যেই খাদ্যমন্ত্রক এজন্য প্রায় ৩০০ কোটি টাকা মঞ্জুরও করেছে।
এর আগে রেশন দোকানে মোদীর ছবি দেওয়া প্ল্যাকার্ড বসানো বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তাই ব্যাগের বিষয়টি এখনও যথেষ্ট গোপন রাখা হয়েছে। তবে স্বয়ং খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন। সেই মতো যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছে খাদ্যমন্ত্রক। জানা গিয়েছে, এই বিষয়টি এফসিআই স্থানীয় স্তরে বেসরকারি সিন্থেটিক ব্যাগ উৎপাদনকারী সংস্থাগুলিকে বরাত দেওয়ার সময় বুঝিয়ে দেবে। গোটা দেশে মোট ২০ কোটি ৩ লক্ষ ৪৯ হাজার ৪৬৯টি ব্যাগ দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। সেজন্য মোট ২৯৫ কোটি ৫১ লক্ষ ৫৪ হাজার ৬৬৮ টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে তাতে। আসন্ন ভোটের কথা সেভাবে বলা না হলে মন্ত্রীর নির্দেশ উল্লেখ করে যুগ্মসচিব চিঠিতে বলেছেন, অত্যন্ত দ্রুততায় এই কাজ সেরে ফেলতে হবে। সেজন্য অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া আরম্ভ করা জরুরি। এমনকী, সময়মতো ব্যাগ সরবরাহ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা করার কথাও বলা হয়েছে।