আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২২শে জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। সেই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, সেই নিয়ে প্রথমে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিকমহলে। তবে উক্ত অনুষ্ঠানে মমতা যে যাচ্ছেন না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার ওইদিনই পালটা কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২২ তারিখ কলকাতার বুকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করবেন তিনি। মিছিল শেষে করবেন মিটিংও।
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী বলেন, “২২শে জানুয়ারি একটা মিছিল করব। প্রথমে কালী মন্দিরে যাব, মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্কসার্কাস ময়দানে গিয়ে মিটিং করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ গুরদ্বার, গির্জা সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা ব়্যালি করব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব়্যালিটা করব। যাঁরা শুভানুধ্যায়ী, সাধারণ মানুষ, তাঁরাও আসতে পারেন সংহতি মিছিলে।” পাশাপাশি তিনি জানান, প্রতিটি জেলা, ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হব বেলা ৩টায়।