আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দিরের। তার প্রাকলগ্নে আরও একবার বিজেপি তথা মোদী সরকারকে কটাক্ষে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ, মঙ্গলবার ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিন রাম নাগাল্যান্ডের কোহিমায় সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ। সেখানে তিনি বলেন, “আমাদের পক্ষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নেওয়া সম্ভব নয়। কারণ এটি মোদীর অনুষ্ঠান।” পাশাপাশি, তাঁর বক্তব্য, “দলের পক্ষে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করা সমস্যার ছিল। ২২শে জানুয়ারি অযোধ্যার অনুষ্ঠানকে বিজেপি-আরএসএস রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। আমরা সমস্ত ধর্মকে সম্মান করি। যারা যাচ্ছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কংগ্রেস থেকে কেউ যেতে চাইলেও যেতে পারেন। তবে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার বিরুদ্ধে আমাদের লড়াই, তিনি এই অনুষ্ঠানকে লোকসভা ভোটের হাতিয়ার করে ফেলেছেন।” তাহলে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের সময় কোথায় থাকবেন রাহুল? “আমি ভারত জোড়ো ন্যায় যাত্রাতেই থাকব। সম্ভবত ওইদিন থাকব অসমে”, জবাবে জানান রাহুল।
পাশাপাশি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী এদিন আরও বলেন, “ধর্মের ফায়দা ওঠাতে পারি না আমি। ইন্টারেস্টেড নই। ধর্মকে শার্টের মধ্যে পরে ঘোরার প্রয়োজন পড়ে না আমার। যে সত্যিকারের ধার্মিক সে ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে। আমি ধর্মের পথ ধরেই জীবনধারণ করি। মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করি। মানুষের সম্মান করি। ঘৃণা ছড়াই না আমি।” উল্লেখ্য, রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাহুল গান্ধীকে। মন্দির কমিটির মতে, এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কিংবা আমন্ত্রণ পাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, সেই মাপকাঠি পূরণ করতে পারেননি রাহুল গান্ধী। ফলে তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। তবে আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। যদিও কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ২২শে জানুয়ারি অযোধ্যার অনুষ্ঠানে অংশ নেবেন না দলের কেউই।