বেকারত্বের সর্বনিম্ন হারের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা। শিক্ষিত হয়েও বেকার, স্নাতক অথচ বেকার, এরকম বেকারের সংখ্যার হার অন্যান্য রাজ্যের তুলনায় মমতার রাজ্যে অনেক কম। বঙ্গ বিজেপির মুখ পুড়িয়ে এবার এমনটাই জানালো কেন্দ্রের রিপোর্ট।
এ রাজ্যে নাকি চাকরি মেলে না— বারবার এমনই অভিযোগ তুলে এসেছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। কিন্তু কেন্দ্রের সমীক্ষায় এবার সেই অভিযোগ খারিজ হয়ে গেল। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই বলে দিচ্ছে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় এই সমস্যা অনেকটাই কম। দ্বিতীয় স্থানে রয়েছে এই রাজ্য।
কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতি বছরই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস বা এনএসএসও। ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩-এর জুন মাসেই এক বছরের রিপোর্টে ভারতে স্নাতক বেকারের হার ১৩.৪ শতাংশ। যেখানে বাংলায় ৭.৩ শতাংশ যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
স্নাতকোত্তর বেকারের হারের তালিকাতে ও ভাল জায়গায় রয়েছে এ রাজ্য। বাংলা স্নাতকোত্তর হয়েও বেকারের হার ৮.৮ শতাংশ। ভারতে মাধ্যমিক পাস বেকারের হার ২.২ শতাংশ। যেখানে পশ্চিমবঙ্গের হার ১.৮ শতাংশ। কেন্দ্রের রিপোর্টে একের পর এক ক্যাটাগরিতে বাংলাকে স্বীকৃতি নিয়ে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, ‘এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অনেক বেশি। অনেকেরই তাতে কর্মসংস্থান হয়। এই রিপোর্টের গুরুত্ব অপরিসীম।’