অবশেষে জল্পনায় ইতি। বহুদিন ধরেই চলছিল গুঞ্জন। আসন্ন আইপিএলের আগেই সরকারিভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্যের সরকারি ঘোষণা করে দেওয়া হবে। স্ক্রিপ্ট লেখার কাজ প্রায় শেষ। সৌরভের চরিত্রে কাকে দেখা যাবে, কবে শুটিং শুরুর কাজ হবে, সবকিছুর ঘোষণা হবে আইপিএলের আগেই। সূত্র অনুযায়ী আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়কের চরিত্রে। আয়ুষ্মান নিজে আগ্রহী ছিলেন সৌরভের বায়োপিকে কাজ করার জন্য। বলিউড এই তারকার সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে।
কেবল আয়ুষ্মান নন, বায়োপিকের পরিচালকের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে কথা হয়েছিল চক দে ইন্ডিয়ার ডিরেক্টর শিমিত আমিনের সঙ্গে। কিন্তু শেষমেশ ফলপ্রসূ হয়নি তা। উল্লেখ্য, বিক্রমাদিত্য মোতওয়ানেকে দেখা যাবে সৌরভের বায়োপিকের পরিচালক হিসাবে। যা খবর, তাতে দুর্গাপুজোর আগেই খুব সম্ভবত বায়োপিকের শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। শুটিংয়ের অনেকটাই যে কলকাতায় হবে, তা বলে দেওয়াই যায়। শোনা গেল, দ্রুতই সৌরভের সঙ্গে দেখা করবেন আয়ুষ্মান। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাবে, আগামী কিছুদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে তা।