সাম্প্রতিক কালে রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনে বঙ্গ বিজেপি শিবিরকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন তিনি। যার ফলস্বরূপ কেন্দ্রীয় নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে। তার আগে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও প্রত্যাহার করে নেওয়া হয়। এবার বিস্ফোরক ফেসবুক লাইভ করে বিজেপি নেতৃত্বকেই কার্যত নিশানা করলেন অনুপম। রবিবার ফেসবুক লাইভে তিনি বলেন, ‘লোকসভার আগে সবাইকে এক হয়ে নিয়ে চলতে চেয়েছিলাম। পার্টি হয়তো মনে করছে এটা দরকার নেই। পার্টি যখন চাইছেই না কোনঠাসারা, বঞ্চিতরা মাঠে নামুক। পার্টি হয়ত আত্মবিশ্বাসী যে যাঁরা মাঠে আছে তাঁদেরকে নিয়েই ৪২ এ ৪২টা বা আরও এক দুটো সিট বেশি পেয়ে যাবে।’
অনুপমের কথায়, ‘আর পাঁচটা নেতার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলা ঠিক নয়। বর্তমান রাজনীতির যা অবস্থা তাতে দল থেকে কাউকে বার করে দিলে একটা সুইপারের চাকরিও কেউ জোটাতে পারবে না। রাজনীতি আমার কাছে ‘চয়েস’। কম্পালসান নয়। আমার নামের আগে ডঃ আছে। কিন্তু অনেকেই আছে যারা রাজনীতি থেকে কামাতে এসেছেন। লাথি-ঝাঁটা খেলেও রাজনীতিতেই থাকবেন। বিজেপির অসময়ে দলে এসেছিলাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে আসিনি। অনেকেই এখন রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। রাজনীতি না করলে না খেতে পেয়ে মরবে। চুরি করাটা তাদের কাছে একটা কম্পালসন। আমি বিজেপির সুসময়ে আসিনি। কিন্তু অনেকেই আছেন যারা জল মেপে বিজেপিতে যোগ দিয়েছেন।’