গত বছর মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নাম না করে ভারতকে বার্তা দিয়েছিলেন মহম্মদ মুইজ্জু। সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁদের ভূখণ্ড ছাড়তে হবে ভারতীয় সেনাকে। কারণ পুরোপুরিভাবে স্বাধীন দেশ হিসাবে পরিচিত হতে চায় মলদ্বীপ। আর রবিবার তিনি একেবারে ভারতকে ডেডলাইন দিয়ে দিলেন। জানিয়ে দিলেন, ১৫ মার্চের মধ্যে ভারতকে সমস্ত সেনা প্রত্যাহার করে নিতে হবে।
এদিকে গোটা ইস্যু সম্পর্কে আলোচনার জন্য মালেতে দুই দেশের প্রতিনিধিরা আলোচনাতেও বসেছিলেন। মুইজ্জু মলদ্বীপের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন যে ভারতীয় প্রতিনিধিদের যেন বলে দেওয়া হয় যে মার্চের মাঝামাঝির মধ্যে ভারতীয় সেনাদের তুলে নিতে হবে। মালেতে মলদ্বীপের প্রেসিডেন্টের মুখ্যসচিব আবদুল্লাহ নাজিম ইব্রাহিম একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে এনিয়ে দ্বাদশ মিটিং হল। ইব্রাহিম জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ককে ঠিকঠাক রাখার জন্য ভারতীয় সেনাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে ও গণতান্ত্রিক উপায়ে প্রত্যাহার করে নিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন মুইজ্জু। আর তারপরই একেবারে ভোলবদল তাঁর। স্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে মলদ্বীপ ভারতের উপর নির্ভরশীল। কিন্তু এক্ষেত্রে চিন সফর শেষের পর থেকেই বেসুরো গাইছেন তিনি। মলদ্বীপের রাষ্ট্রপতির অফিসের এক মুখপাত্র ইব্রাহিম খলিল জানিয়েছেন স্থানীয় মিডিয়াকে যে মুইজ্জু ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্য়ে মিটিং হয়েছিল। মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা নিয়ে কথাবার্তা হয়েছিল।