আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। এই অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে। তিনি বলেছেন, ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়েছে গোহত্যার অভিশাপের কারণে। গোপাষ্টমীর দিন ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। তপস্বী কার্পাত্রী মহারাজের দেওয়া অভিশাপের কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে হেগড়ে বলেন, ‘ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন গোহত্যা নিষিদ্ধ করার বিষয়ে একটি বড় আন্দোলন হয়েছিল। সেই সময় কয়েক ডজন সাধুকে হত্যা করা হয়। গান্ধীর উপস্থিতিতে শত শত গোহত্যা করা হয়। সেই সময় মহান তপস্বী কর্পাত্রী মহারাজ ইন্দিরা গান্ধীকে অভিশাপ দেন। তিনি অভিশাপ দিয়েছিলেন, যে গোপাষ্টমীর দিনে তোমার রাজবংশ ধ্বংস হয়ে যাবে এবং গোপাষ্টমীর দিন সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যান এবং গোপাষ্টমীর দিন ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়।’
এছাড়া বাবরি মসজিদের মতো ভাটকল মসজিদ ধ্বংস নিশ্চিত করা নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘বাবরি মসজিদের মতো ভাটকল মসজিদ ধ্বংস নিশ্চিত করা হয়েছে। এটি হিন্দু সমাজের সিদ্ধান্ত।’ এছাড়াও, বিজেপি নেতা কংগ্রেসকে বছরের পর বছর ধরে হিন্দু সমাজকে বিভক্ত করার জন্য অভিযুক্ত করেছেন। কংগ্রেসকে হিন্দু-বিরোধী এবং সনাতন ধর্মের বিরোধী হিসাবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘কংগ্রেস আমাদের প্রতিপক্ষ নয়। তারা হিন্দু বিরোধী, সনাতন ধর্ম বিরোধী।’