সামনেই লোকসভা ভোট দেশজুড়ে। প্রাক-নির্বাচনী আবহে ফের অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি। এবার ন্যাজাট থানায় আন্দোলনের জেরে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেখানে নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতার। আজ, রবিবার এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ ১৪৪ ধারা ভেঙে আন্দোলনের জেরে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী অর্চনা মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আর যে ধারাগুলি সেখানে দেওয়া হয়েছে সেগুলি সবই জামিন অযোগ্য ধারা বলে বিজেপি সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। এখন বিজেপি নেতারা কী করেন, সেটাই দেখার। ইতিমধ্যেই বাড়ি থেকে গাঁজা উদ্ধার হওয়ায় গ্রেফতার হয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা রায়ের স্বামী। যা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।
স্বাভাবিকভাবেই বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি নেতারা। সন্দেশখালির সরবেড়িয়ায় ইডির উপর হামলার পর একসপ্তাহ কেটে গিয়েছে। তারপরও খোঁজ নেই শেখ শাহজাহানের। এই নিয়ে পুলিশ তদন্ত করলেও বিজেপি নেতারা এবং রাজ্যপাল কড়া মন্তব্য করেছেন। এদিন ন্যাজাট থানা অভিযানের ডাক দেয় বিজেপি নেতারা। আর তাই বিজেপির কর্মসূচি শুরুর মধ্যেই থানা থেকে প্রায় ১ কিলোমিটার আগে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেখানে দেওয়া ছিল গার্ডরেল। আর আনা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু সেসব ভেঙে দিয়েই এগিয়ে যায় বিজেপি নেতারা। বিজেপি কর্মীদের তখন কার্যত রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল। পুলিশের গার্ডরেল ভেঙে দিয়ে হুঙ্কার ছাড়েন বিজেপি নেতা থেকে কর্মীরা। আর তাতেই ন্যাজাট থানার সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।