অব্যাহত ঠাণ্ডার দাপুটে ইনিংস। আজ, রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন কনকনে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে। ভোরের দিকে দেখা যেতে পারে কুয়াশার আবরণ।
পাশাপাশি, মঙ্গলবার পর্যন্ত চলবে শীতের স্পেল। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাত হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।