সামনেই দেশের লোকসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়ে ফের জনসংযোগ যাত্রায় নামছেন রাহুল গান্ধী। আগামী ১৪ জানুয়ারি উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আর রাহুলের ওই কর্মসূচির মূল গীতি প্রকাশ হল শুক্রবার। সোনিয়া-পুত্রের গোটা যাত্রা পথেই বাজবে ওই গান। দেশের মানুষকে অন্যায় সহ্য না করার এবং ভয় না পাওয়ার বার্তাই দেওয়া হয়েছে ওই গানের মাধ্যমে।
এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র মিউজিক ভিডিও আপলোড করেছেন রাহুল। আড়াই মিনিট দীর্ঘ ওই ভিডিও’র গানের কলি হল— প্রত্যেক বাড়িতে পৌঁছব আমরা/ ন্যায়ের অধিকার না পাওয়া পর্যন্ত। গলি, মহল্লা, সংসদ পর্যন্ত পৌঁছব আমরা/ন্যায় না মেলা পর্যন্ত। সহ্য কোরো না, ভয় পেও না।’
রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার দায়িত্বে থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, ‘গত ১০ বছর ধরে মোদি জমানায় যে অন্যায় চলছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতেই ভারত জোড়ো ন্যায় যাত্রার আয়োজন করা হয়েছে।’ এদিকে, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ মিউজিক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে সমাজের সব অংশের মানুষকেই তুলে ধরা হয়েছে।