পূর্ব মেদিনীপুরের পূর্ব বর্ধমানের কালনার দত্ত দ্বারিয়াটন গ্রাম। বাংলার এই গ্রামেই রয়েছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি। সেখানেই বিবেকানন্দের এই অবয়ব মূর্তিটি গড়ে তোলা হয়েছে। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ওই গ্রামে হলেও তাঁর জন্ম কলকাতায়। তবে পৈতৃক বাড়ির সঙ্গে বিবেকানন্দের যোগ ছিল নিবিড়। সেকথা এ অঞ্চলের বহু ইতিহাসবিদ বেশ কিছু তথ্য-প্রমাণ তুলে ধরে বর্ণনা করেছেন।
দীর্ঘকাল এলাকার বাসিন্দারাই আগলে রেখেছিলেন ৪৬ শতক জমি নিয়ে থাকা বিবেকানন্দের পৈতৃক ভিটে। বিবেকানন্দের পরিবারকে এ গ্রামের মানুষজন এখনও খুবই শ্রদ্ধার চোখে দেখেন। যদিও পরবর্তী সময়ে এলাকাবাসীদের দাবি মেনেই বিবেকানন্দের পৈতৃক ভিটে-সহ জমিটি রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সেই ভিটের রক্ষণাবেক্ষণ করে মঠ কর্তৃপক্ষই।