সম্প্রতি আইপিএস অফিসার মনোজ শর্মার জীবনকাহিনীকে রুপোলি পর্দায় তুলে ধরেছেন চলচ্চিত্রপরিচালক বিধু বিনোদ চোপড়া। ছবির নাম ‘টুয়েল্ভথ ফেল’। এবার প্রকাশ্যে এল আরও এক আইপিএস অফিসারের লড়াইয়ের কাহিনী। তিনি জলপাইগুড়ির পুলিশ সুপার খন্ড বহালে উমেশ গণপত। মহারাষ্ট্রের মাহিরাভনি গ্রামের বাসিন্দা খন্ড বহালে উমেশ গণপত দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইংরেজিতে ২১ পেয়েছিলেন। সেই কারণে তিনি উত্তীর্ণ হতে পারেননি। পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে দুধ বিক্রি শুরু করেন, মন দেন চাষাবাদে। ভেবে নিয়েছিলেন, এটাই তাঁর ভবিতব্য। কিন্তু নিজের ইচ্ছের জোরে নিজেই ঘুরিয়ে দিলেন জীবনের মোড়।
উল্লেখ্য, দুবছরের মাথায় দুধ বিক্রি, চাষাবাদ ছেড়ে ঘুরে দাঁড়ান উমেশ গণপত। পড়াশোনায় মন দেন। ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি, কলেজ পেরিয়ে সোজা সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। আর তাতে উত্তীর্ণ হয়ে আইপিএস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর আজ জলপাইগুড়ি পুলিশের এসপি’র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। প্রশাসনিক কাজ সামলে সময় পেলেই গণপত চলে যান ছাত্রছাত্রীদের কাছে। নিজের জীবনের ব্যর্থতা থেকে সাফল্যের চূড়ায় পৌঁছনোর গল্প শোনান। ছোটখাটো ব্যর্থতার জন্য হতাশ না হয়ে তাদের ক্রমাগত উদ্বুদ্ধ করার চেষ্টা করেন উমেশ।