দেশের দক্ষিণ থেকে উত্তরে ভারত জোড়ো যাত্রা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাতে সাফল্য এসেছিল বলে দাবি কংগ্রেসের। এবার লোকসভা আগে রাহুল গান্ধী দেশের পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন। সেই যাত্রা শুরুর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন।
এদিন দেশের তরুণদের উদ্দেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের যুবকেরা, জাতীয় যুব দিবসে আমাদেরকে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনাকে স্মরণ করতে হবে। তিনি তরুণ্যের শক্তিকে একটি সমৃদ্ধ দেশের ভিত্তি এবং দুঃখী ও দরিদ্রদের সেবাকে সর্বশ্রেষ্ঠ তপস্যা বলে বর্ণনা করেছেন।
রাহুল গান্ধী দেশের তরুণদের উদ্দেশে বলেছেন, এবার তাঁদের ভারতে হবে, স্বপ্নের ভারতের পরিচয় কী হবে। তাঁর প্রশ্ন জীবনযাত্রার মান নাকি শুধু আবেগপ্রবণতা? যুবকরা চাকরিজীবী হবে, নাকি উস্কানিমূলক বক্তৃতা করবে। ভাঁরা ভালবাসাকে বেছে নেবে, নাকি ঘৃণাকে? তিনি বলেছেন, আজ প্রকৃত ইস্যু থেকে নজর ঘুরিয়ে আবেগের ইস্যুকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে, যা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন তিনি।
রাহুল গান্ধী বলেছেন, ক্রমবর্ধমান বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে যুবক কিংবা দরিদ্ররা শিক্ষা, উপার্জন ও ওষুধের দামের বোঝায় চাপা পড়ে যাচ্ছে, আর সরকার একে অমৃতকাল অ্যাখ্যা দিয়ে উদযাপন করছে। তিনি বলেছেন, ক্ষমতার দাম্ভিকতায় মত্ত সম্রাট মাটির বাস্তবতা থেকে দূরে সরে গিয়েছেন বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী।